রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৯:১৭

সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

‎‎রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‎স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

‎গত একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ১৯৭ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, বরিশাল বিভাগে ১৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২২, চট্টগ্রাম বিভাগে ১০৭, খুলনা বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

‎‎চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—মোট ১১২ জন। এছাড়া বরিশালে ৩৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১১ জন, খুলনায় ৮ জন, ময়মনসিংহে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

‎চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার বিস্তার রোধে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশারির ব্যবহার নিশ্চিত করা এবং সন্দেহভাজন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top