প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় হেলিকপ্টারে টহল দিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১৭

ছবি: সংগৃহীত

প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে বিশেষ অভিযান চালাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারে টহল পরিচালিত হচ্ছে, যাতে নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ মাছ ধরতে না পারে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ এর অংশ হিসেবে বিমানবাহিনী “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বিমান নজরদারি মিশন পরিচালনা করছে। এই অভিযান শুরু হয়েছে ৪ অক্টোবর এবং চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

রোববার (১২ অক্টোবর) টহল অভিযানের অংশ হিসেবে দুটি হেলিকপ্টার নদী ও উপকূলীয় এলাকায় টহল দেয়। এর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন নদী অঞ্চলে টহল পরিচালনা করে। অপরটি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত এবং সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম উপকূলে টহল দেয়।

এই মিশনে ব্যবহৃত হেলিকপ্টারগুলোতে সংযুক্ত করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান), যা সন্ধ্যার পর অন্ধকারেও কার্যকরভাবে নৌযান শনাক্ত করতে সহায়তা করে। এছাড়া বিমানবাহিনীর ক্রুরা নাইট ভিশন গগলস (NVG) ব্যবহার করছেন, যা সম্পূর্ণ অন্ধকারেও নজরদারি নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, মিশনগুলো আকাশ থেকে ভূমির সঙ্গে সমন্বিত যোগাযোগব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় থাকছে।

এছাড়া দেশের বিভিন্ন বিমানঘাঁটি থেকে কুতুবদিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলেও একই ধরনের নজরদারি কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,

“বাংলাদেশ বিমানবাহিনী আকাশের অভিভাবক হিসেবে দেশের পরিবেশ, সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top