ডুমুরিয়ায় টাইফয়েড টিকা পাবে ৭৪ হাজার ১২৪ শিশু
এস কে বাপ্পি, খুলনা প্রতিনিুধ | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:১৮

সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৭৪ হাজার ১২৪ জন শিশুকে টিকাদানের লক্ষ্য নিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র সিয়াম গাজীসহ পাঁচজন শিশুকে টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. মনির হোসেন, শিশু কনসালটেন্ট ডা. গোপাল চন্দ্র রায়, মেডিকেল অফিসার বাঁধন কুমার ঘোষ, হেলথ ইন্সপেক্টর মো. আনিচুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. শাহ আলম ঢালী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর মন্ডল, গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিলা ঢালী, শিক্ষক মৌসুমী ব্যানার্জী, সরস্বতী কুন্ডু, জয়শ্রী রানী, সৌমেন মল্লিক, পল্লব ফৌজদার, সুমাইয়া সুলতানা ও শামীমা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।