সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ঢাকার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২ জন নিহত, ৩ আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে এক শিশু রয়েছে।

ঘটনা সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। নিহতরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৬৫) এবং তার স্ত্রী আলেমা বেগম (৫০)। আহতরা হলেন বিল্লাল হোসেনের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) এবং অটোরিকশা চালক (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন তার পরিবারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় আনারপুরা গ্রামে যাচ্ছিলেন। যাত্রাপথে আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্ন নেয়ার সময় ঢাকাগামী মতলব পরিবহণের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথিমধ্যে আলেমা বেগম এবং বিল্লাল হোসেনের মৃত্যু হয়।

নিহত আলেমার মামা নজরুল ইসলাম জানান, “অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনই লাশ হয়ে ফিরে এল। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক।”

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। দুর্ঘটনাকবলিত বাস এবং অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয়রা ঘাতক বাস চালক **কাউসার হোসেনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top