এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১৭ অক্টোবর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪০

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে, যা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
সোমবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। কোনো শিক্ষার্থী বা অভিভাবক শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা অন্য কোনো অফিসে সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন না। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট অথবা মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।