নড়িয়ায় কীর্তিনাশা নদীতে নৌকা ডুবে যাত্রীদের উদ্ধার, প্রাণহানি হয়নি

শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:১৭

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে নারী ও শিশুসহ ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯ টার দিকে নড়িয়া পৌরসভা বাজার ঘাট থেকে মোক্তারেরচর শেহের আলী ঘাটে যাওয়ার পথে ছোট নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সকল যাত্রীকে নিরাপদে তোলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যাত্রী নিখোঁজ হয়নি। তবে উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিসের ডুবরী দল দিয়ে নদীতে অনুসন্ধান চালাচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় কেউ নিখোঁজ নেই।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইউম খান জানিয়েছেন, ইজারাদারের কোনো অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৮ বছর আগে শুরু হওয়া ভাসা সৈনিক ডাঃ গোলাম মাওলা উড়াল সেতুর নতুন নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। পুরাতন সেতুটি ভেঙ্গে ফেলার পর থেকে রাজধানী ঢাকার সাথে নড়িয়া ও ভেদরগঞ্জের লক্ষাধিক মানুষ প্রতিদিন এই নদী পারাপারের জন্য ছোট নৌকায় যাতায়াত করছেন।

স্থানীয়রা দাবি জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধ এবং নতুন সেতুর নির্মাণ দ্রুত শুরু করার জন্য প্রশাসনের নজরদারী বাড়াতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top