৪০টি হিন্দু পরিবার বিএনপিতে যোগ দিলেন
বরিশাল প্রতিনিধি | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৪১

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বৌশেরহাটে ৪০টি হিন্দু পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে এই যোগদান অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকেলে বৌশেরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।”
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, নুরুল আমিন, আলহাজ মন্টু খান, মাহাবুবুল আলম বাবুসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষভাগে রায়পাশা-কড়াপুরের হিন্দু সম্প্রদায়ের ৪০টি পরিবারের নারী-পুরুষ জেলা সদস্য সচিব আবুল কালাম শাহীনের হাতে ফুলের তোড়া দিয়ে দলীয় সদস্যপদ গ্রহণ করেন। এই পরিবারের সদস্যরা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়দেব সিং-এর নেতৃত্বে যোগ দিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।