রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

মেহেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৪

সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সহিদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহিদা খাতুন সদর উপজেলার উজলপুর গ্রামের খোকা মালিথার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মেজবাউদ্দিন)।

পুলিশ জানায়, সহিদা খাতুন স্থানীয় যাত্রীবাহী ভ্যানগাড়ি (আলগামন) করে মেহেরপুর থেকে শোলমারি গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক আলগামনটিকে ধাক্কা দিলে সহিদা খাতুন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও আলগামনচালক তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি ও চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top