ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মুসলমান নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৭
ভারতে ফের ‘বাংলাদেশি’ সন্দেহে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্বলপুর জেলায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে এই ঘটনা। নিহত ১৯ বছর বয়সি জুয়েল রানা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা। তার দুই সহকর্মীও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
মহকুমা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জুয়েল এবং তার সহকর্মীরা বাড়িতে রান্না-দাবার শেষ করে বাইরে বিড়ি খাচ্ছিলেন। তখন স্থানীয় কয়েকজন তাদের বাংলাদেশি সন্দেহ করে আধার কার্ড দেখতে চায়। একপর্যায়ে মারধর শুরু হয়, যার ফলে জুয়েল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন বলছে, কেন্দ্রীয় সরকারের ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ শনাক্ত প্রক্রিয়া এবং কিছু রাজ্যে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সক্রিয়তা এই ধরনের গণপিটুনির ঘটনায় ভূমিকা রাখছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে কাজের উদ্দেশ্যে ওড়িশায় আসা পরিযায়ী শ্রমিকরা বাংলাভাষী মুসলমান হওয়ায় এ ধরনের হেনস্থার শিকার হচ্ছেন।
পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক আসিফ ফারুক বলেন, “এই হত্যাকাণ্ড থামছেই না। অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা হচ্ছে বাংলাভাষী মুসলমানদের।”
ওড়িশা রাজ্য প্রশাসন জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
ডিসেম্বর মাসে ভারতে তিনটি রাজ্যে ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর তিনটি ঘটনা ঘটেছে। এর মধ্যে বিহার ও কেরালাতেও অনুরূপ ঘটনা ঘটে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।