পদ্মার কুমির রাতের আধারে লোকালয়ে, জনমনে আতঙ্ক
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ২১:৫৩
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে কুমির দেখা গেছে। পদ্মা নদীসংলগ্ন এলাকায় রাতের আঁধারে কুমির লোকালয়ে উঠে আসায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী।
নদী তীরবর্তী শামুরবাড়ি গ্রামের বাসিন্দাদের দাবি, শুক্রবার গভীর রাতে পুকুর পাড়ে প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা একটি কুমির দেখা যায়। এরপর থেকে এলাকাজুড়ে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষজন দূরদূরান্ত থেকে এসে পুকুরপাড়ে ভিড় করছেন কুমিরটি দেখার আশায়।
স্থানীয় বাসিন্দা টগর খান জানান, শুক্রবার রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু প্রথম কুমিরটিকে দেখতে পান এক গৃহস্থের গোয়ালঘরের পাশে। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন এবং টর্চলাইটের আলোতে কুমিরটি দেখতে পান। তবে আলো পড়তেই কুমিরটি পাশের কচুরিপানা ভর্তি পুকুরে সরে যায়।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে আবারও কুমিরটি লোকালয়ে উঠে আসে। এ সময় এক স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে কুমিরটির একটি সংক্ষিপ্ত ভিডিও ধারণ করতে সক্ষম হন। মুহূর্তের মধ্যেই প্রাণীটি আবার পুকুরে ফিরে যায়।
স্থানীয় সেলিনা বেগম জানান, “রাতে ডাকচিৎকার শুনে বাইরে এসে দেখি, গোয়ালঘরের পাশে বড় একটা কুমির। ছবি তুলতে গেলে আবার পুকুরে নেমে যায়।” তিনি প্রশাসনের কাছে কুমিরটি দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন বলেন, “ঘটনাটি জানানো হয়েছে ঢাকা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, কেউ যেন প্রাণীটিকে আঘাত না করে।”
পদ্মা নদীর তীরবর্তী এলাকায় হঠাৎ কুমিরের দেখা মেলায় গ্রামজুড়ে কৌতূহল যেমন বেড়েছে, তেমনি আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।