কলাপাড়ায় ছয় বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ, ৬ চালককে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১২:৪৩

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী ছয়টি বাস থেকে ৩৫ মন (প্রায় ১,৪০০ কেজি) নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

অভিযানে অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ছয়জন বাসচালককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে জব্দ করা মাছগুলো উপজেলার ৫০টি এতিমখানা ও হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি বাস থেকে জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকা নিধন ও পরিবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে প্রজননকালীন ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে। মাছ পরিবহনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে স্থানীয় প্রশাসন।

মনির 

পটুয়াখালী প্রতিনিধি

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top