৩০০ ফিটে তারেক রহমানের চমক: বিশেষ চেয়ার নয়, চাইলেন সাধারণ আসন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬
মঞ্চে তখন হাজারো মানুষের গগনবিদারী স্লোগান। নিজের জন্য রাখা রাজকীয় বা বিশেষ চেয়ারটি দেখে হাত দিয়ে ইশারা করলেন তারেক রহমান। এরপর সবাইকে অবাক করে দিয়ে বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি বসলেন একদম সাধারণ একটি প্লাস্টিকের বা কাঠের চেয়ারে।
আজ ২৫শে ডিসেম্বর। দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে রওনা দিয়ে দীর্ঘ ৩ ঘণ্টা ১৫ মিনিটের জনসমুদ্র পাড়ি দিয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে ৩০০ ফিটের মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাস্তার দুপাশে তখন লাখো মানুষের ভিড় আর ‘শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখরিত পুরো জুলাই এক্সপ্রেসওয়ে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম জনসভাতেই তারেক রহমান যেন এক বিশেষ বার্তা দিলেন। বাসে চড়ে আসার সময় যেমন হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসা নিয়েছেন, মঞ্চে উঠেও বিলাসিতা ত্যাগ করে সাধারণ চেয়ারে বসে তিনি বুঝিয়ে দিলেন—তিনি জনগণেরই একজন।
লন্ডনের হিথ্রো থেকে দীর্ঘ যাত্রা শেষে যখন সিলেটের আকাশসীমায় প্রবেশ করেন, তখনই ফেসবুকে লিখেছিলেন— দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে! সেই প্রতীক্ষার অবসান হলো আজ এক অনন্য বিনয় আর সাধারণত্বের মধ্য দিয়ে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।