মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

দুইশো ডেক তোবারক বিতরণ করা হবে রাজৈর বেপারীপাড়ার মাহফিলে

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:২৪

সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারীপাড়ায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ইছালে ছাওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল আজ (সোমবার) রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাহফিলের শেষে আগত মুসল্লিদের মধ্যে ২০০ ডেক তোবারক বিতরণ করা হবে, যাতে প্রায় অর্ধলক্ষ মানুষ তোবারক গ্রহণ করবেন বলে জানা গেছে।

উপমহাদেশের প্রখ্যাত পীর-এ-কামেল, হাফিজুল হাদিস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের পুরোধা ও ইসলামী চিন্তাবিদ আল্লামা রহুল আমিন (রহঃ)-এর ৮০তম স্মৃতিস্মরণে আয়োজিত এ মাহফিল গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উদ্বোধনী মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়।

পাঁচ দিনব্যাপী এই ইসলামী মহাসমাবেশে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট আলেম, মুফতি ও সুফি বক্তারা তাফসিরুল কোরআনসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে বয়ান করেন। মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং এতে হাজারো মুসল্লির উপস্থিতিতে রাজৈর অঞ্চল পরিণত হয় এক আধ্যাত্মিক সমাবেশস্থলে।

এ মাহফিলের সভাপতিত্ব করেন নরসিংদীর মোহাদ্দেস নুরিয়া মাদরাসার মোহতামিম আল্লামা আজিজুর রহমান নাসিম।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা রহুল আমিন (রহঃ)-এর ঔরসজাত পৌত্র, ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট আমিনিয়া দরবারের গদিনশীন পীর ও আরাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শরীফুল আমিন।

আজ সোমবার রাতে রাজৈর বেপারীপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া করবেন দেশবরেণ্য আলেমগণ।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর। 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top