তারেক রহমানের প্রত্যাবর্তন: ভালোবাসায় অভিভূত হয়ে যা বললেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪
সবার প্রতি কৃতজ্ঞতা—প্রিয় মাতৃভূমিতে পা রেখেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ছোট কিন্তু শক্তিশালী বার্তাটি দিলেন তারেক রহমান। ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ তিনি জনতার ভালোবাসায় সিক্ত।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার মাটি ছুঁলেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দুপুর ১টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক পেজে চারটি বিশেষ ছবি শেয়ার করেন তারেক রহমান। লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ভালোবাসায় তিনি কতটা অভিভূত, তা প্রকাশ পেয়েছে তার সেই সংক্ষিপ্ত কৃতজ্ঞতা বার্তায়।
তারেক রহমানের স্ত্রী ও কন্যা ইতোমধ্যে গুলশানের বাসভবনে পৌঁছালেও, তিনি নিজে এখন ৩০০ ফিটের সেই বিশাল সংবর্ধনা মঞ্চের পথে। সেখানে ভাষণ শেষে তিনি সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, দীর্ঘ সময় পর দেখা করবেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।