রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা: শীতের আগমনী বার্তা
রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:২৭
রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। সোমবার ভোর থেকেই শহর ও আশপাশের উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ। শীতের আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ— কুয়াশায় ঢাকা সকাল যেন জানিয়ে দিচ্ছে, শীত আসন্ন।
ভোরের আলো ফুটলেও মহাসড়কে চলাচলরত যানবাহনগুলোকে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটে চলেছে কর্মজীবী মানুষ। শহরের আশপাশের মাঠে দেখা গেছে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুদের; প্রকৃতির স্নিগ্ধতায় ভরে উঠেছে সকাল।
মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয়রা জানালেন, “আজকের এই সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া টের পেলাম।”
এদিকে, গাছিরা ইতিমধ্যে খেজুর গাছ কাটা শুরু করেছেন। শহর ও গ্রামজুড়ে খেজুর রস আর ভাপা পিঠার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়, হাট-বাজার ও গ্রামীণ পথে প্রান্তরে জমে উঠেছে শীতের পিঠা-পায়েসের দোকান।
শীতের আগমনী বার্তায় প্রকৃতিও যেন মুখর— গাছে গাছে শীত পাখির কিচিরমিচিরের শব্দে ভরে উঠেছে রাজশাহীর প্রভাত।
মো:আজিজুল ইসলাম,রাজশাহী।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।