মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নরসিংদী- ৫ আসন

টানা ২৮ বছর ধরে আওয়ামী লীগের আসনে বিএনপির ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

এস কে বাপ্পি, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ২০:২৮

ছবি: সংগৃহীত

২০৩ নরসিংদী-৫ ( রায়পুরা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। 

দীর্ঘ ২৮ বছর ধরে এ আসনটি আওয়ামী লীগের দখলে রেখেছেন ৬ বারের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।

২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটিতে ২৮ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সন্ত্রাসী ও বালু খেকোদের বিরুদ্ধে অবস্থান নেয়া ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন 

বকুল কে মনোনয়ন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন তৃনমুল পর্যায়ের বিএনপি। 

জানাগেছে, ১৯৯১ ও ১৯৯৬ ( ১ম) সালে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা বিএনপির সংসদ সদস্য হওয়ার পর ১৯৯৬ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। 

আসনটি পুনরুদ্ধারে দীর্ঘ ১৮ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মামলা হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ২০১৮ সালে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। বিগত সময় মনোনয়ন ছিনতাইয়ের ঘটনায় বাবার বিএনপি পরাজিত হয়েছে। 

 এবার মনোনয়ন ছিনতাই যেন না হয় সেজন্য বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের খেয়াল রাখার আহবান তৃনমুল বিএনপির। 

জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন বলেন, বিগত কয়েকটি নির্বাচনে মনোনয়ন একজন পেলে আরেকজন মনোনয়ন ছিনতাই করে নিয়ে এ আসনটি বারবার পরাজিত হয়েছে। মনোনয়ন ছিনতাই পুনরাবৃত্তি না হয় সেই জন্য সকলকে খেয়াল রাখার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।

এ আসনে ৭ জন মনোনয়ন চেয়েছিলেন। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top