মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল ভোররাতে পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ১৩ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পও সংঘটিত হয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২, আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৫.৪। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছের মরিগাঁও এলাকায়।

মোস্তফা কামাল পলাশ আরও জানান, প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থলও একই গভীরতায় ছিল। তিনি সতর্ক করে বলেন, দ্বিতীয় ভূমিকম্পটি মধ্যম মাত্রার হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এই আফটারশক বাংলাদেশে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো ফল্ট লাইনে সংঘটিত হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top