মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

ফরিদপুরে গরু চুরির অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৮

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় গরু চুরির অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক বিএনপি নেতা ও চারজনকে গ্রেপ্তার করেছে।

রোববার সকালে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে জয়নালের বাড়ি থেকে চোরাই ছয়টি গরুসহ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: বিএনপি নেতা নজরুল ইসলাম (৫০), আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রামের জলিল মিয়ার ছেলে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল (৪২), গোপালপুর মহাসিন (৪৮) ইয়াদ আলী (৪৭), বাজড়া সাদ্দাম (৪২)।

ফরিদপুর ডিবির ওসি মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ছয়টি গরু চোরাই এবং গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ও থানায় সক্রিয় গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু জানান, নজরুল ইসলাম পূর্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে ২০২৪ সালে তথাকথিত ডামি নির্বাচনে বিএনএম প্রার্থী শাহ মো. আবু জাফরের পক্ষে কাজ করার কারণে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top