রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৫:৪৮
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন গ্রীন সিটি থেকে রাশিয়ান নাগরিক রাইবাকভ মাকসিমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে গ্রীন সিটির ৮নং বিল্ডিংয়ের ৩য় তলার ৩১ নম্বর কক্ষে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত রাশিয়ান নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটমটেক এনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালেই তার সহকর্মীরা নিজ কক্ষে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানিকে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।