সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৫:৪৮
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. তাজুল ইসলামকে (সাবেক তাইন্দং ইউনিয়ন চেয়ারম্যান) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে আটক করা হয়। মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহেদ উদ্দিন জানান, তাজুলের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ মাটিরাঙ্গা থানায় মোট ১১টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।