মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১৯:১১

টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে হাসেম সিকদার (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে ওই বৃদ্ধ মারা যান। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের পূর্ব পাড়ায়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় মারা যাওয়া হাসেম সিকদারের ছেলে তরিকুল সিকদার জানান, "আমার বাবা ৬ দিন যাবত অসুস্থ ছিলেন। মঙ্গলবার (২০ এপ্রিল) টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার বাবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেই।

বুধবার (২১ এপ্রিল) বিকেল চারটায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে আমরা রিপোর্ট পাই। রাত সাড়ে আটটার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঘোনাপাড়ার কাছাকাছি গেলে আমার বাবা নেই বলে আমাদের মনে হয়। পরবর্তীতে আমরা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার আব্বাকে মৃত ঘোষণা করেন।"

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (২২ এপ্রিল) তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় ৩ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ সুস্থ হয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top