যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৯:৩০
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটি জানিয়েছে, চলমান বিক্ষোভে কোনো বহিরাগত হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালানো হবে। এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
রোববার (১১ জানুয়ারি) ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বাকের বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌযানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখা হবে। সাবেক রেভল্যুশনারি গার্ড কমান্ডারের এই বক্তব্যকে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে কড়া হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে।
হুঁশিয়ারিটি এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে তিনি সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন, তা বাস্তবায়নে দ্বিধা করেন না।
নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে, টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৩৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বা সরকারি কর্মকর্তা রয়েছেন। বিক্ষোভ অব্যাহত রয়েছে তেহরান, মাশহাদসহ বড় শহরগুলোতে।
তবে তথ্যপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে, কারণ দেশজুড়ে ৬০ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে, ইন্টারনেট ব্ল্যাকআউট বড় ধরনের সহিংসতার পূর্বাভাস হতে পারে। ২০১৯ সালে একইভাবে ইন্টারনেট বন্ধের পর এক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছিল বলে সিএইচআরআই জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।