• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নীলফামারীতে গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নীলফামারী থেকে  | প্রকাশিত: ৮ মে ২০২১, ০০:০৭

নীলফামারীতে গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নীলফামারীতে গাছচাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।

স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমচ্ছিলেন তারা। এ সময় ঝড়ো হাওয়ায় ঘরের ওপর গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায় এই দম্পতি। ইউপি সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছে। তিনি আরও জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০ টাকা পাওয়ার তালিকায় ছিল ঘুটু মিয়া। কয়েকদিন পরে এই টাকা পেতেন তিনি।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, আম ও মেহগনি গাছ বেষ্টিত ছিল ওই ঘরটি। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে মারা যান ওই দম্পতি।

কুন্দপুকুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসার। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top