সাদুল্লাপুরের ধাপেরহাট প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাদুল্লাপুর থেকে | প্রকাশিত: ১৩ মে ২০২১, ২০:০১
                                        সাদুল্লাপুর উপজেলা প্রেসক্লাবের অন্তর্ভুক্ত ধাপেরহাট প্রেসক্লাবে ১২ মে বুধবার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ এম এস রহমানের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দীন মন্ডল হিরু, যুবলীগ সভাপতি ও হিংগারপাড়া বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান রোমান, যুবলীগ নেতা রাব্বি সাহান পলাশ, স্থানীয় কৃষকলীগ সাধারণ সম্পাদক হাফিজার রহমান, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, আব্দুল কাফি সরকার, আব্দুল মালেক সাজু মাষ্টার, লাবলু প্রামাণিক, নয়ন সাহা, রাজু আহমেদ, রাহেনুল ইসলাম লুলু, রবিউল ইসলাম, জালাল উদ্দিন, বিপ্লব কর্মকার,শফিকুল ইসলাম প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিল শেষে অধ্যক্ষ এম এস রহমান প্রেসক্লাব এর অবকাঠামো উন্নয়নের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
এনএফ৭১/আরএইচ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।