পার্বতীপুর ও চিরিরবন্দরে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৬ মে ২০২১, ২২:৩৫

সারাদেশের ন্যায় ঈদগাহ মাঠের পরিবর্তে এবারে দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে দেশ, জাতিকে হেফাজতে রাখতে ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পর্যন্ত পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবং উপজেলার ১২টি ইউনিয়নের মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে একবারে জায়গার সংকুলান না হওয়ায় অনেক মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা মুখে মাস্ক পড়ে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদুল ফিতরের নামাজের জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে খুৎবার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে দেশের মানুষকে হেফাজত করতে, করোনায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, আক্রান্তদের সুস্থতা কামনা এবং নিজ পরিবার, দেশ ও জাতিকে হেফাজত করার আকুতি জানিয়ে বিশেষ মুনাজাত করা হয়। একই ভাবে দিনাজপুরের অন্যান্য উপজেলাতেও একই ভাবে ঈদের নামাজ আদায় করার খবর পাওয়া গেছে
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।