নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০২
মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। এ উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সিসহ বীর মুক্তিযোদ্ধারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় স্মৃতিস্তম্ভ এলাকায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের পরিবেশ বিরাজ করে। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।