শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পরীমনি কাণ্ড

এডিসি সাকলায়েন ডিবি'তে বদলি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ০০:৩৬

এডিসি সাকলায়েন

অভিনেত্রী পরীমনি কাণ্ডের জের ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সব ধরনের কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে শনিবার (৭ আগস্ট) দুপুরে এ তথ্য জানানো হয়।

এদিন দুপুরে এডিসি সাকলায়েনকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এক আদেশে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) বদলি করা হয়।

গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ‘তদন্তের স্বার্থে এ কর্মকর্তাকে তদন্ত কার্যক্রম থেকে সরিয়ে নেয়া হয়েছে।’

পরীমনির সঙ্গে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে, সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাকলায়েন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তারই অংশ হিসেবে পরীমনির দায়ের করা একটি মামলার তদন্ত ভার তাকে দেওয়া হয়।

কিন্তু অভিযোগ ওঠে, মামলার তদন্ত করতে গিয়ে পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে তিনি জড়িয়ে পড়েন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top