স্বৈরাচারের দোসর শোয়েব হাসান খুনের মামলায় গ্রেফতার
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১৫:৫৬
রাজধানীর মিরপুর ৪নং ওয়ার্ড মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কথিত সম্পাদক শোয়েব হাসান। সমিতির কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। শোয়েব হাসান ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের দোসর। ঢাকা সিএমএম কোর্টে দায়ের করা একটি খুনের মামলায় গ্রেফতার হয়ে হাজত বাস করছেন।
সূত্র জানায়, গত ২১ অক্টোবর শোয়েব হাসান সমিতির কাজে শেরেবাংলা নগর সমবায় ভবনে উপস্থিত হন। এসময় বিপক্ষের লোকজন ধাওয়া করলে ভবনের দ্বিতীয় তলায় সমবায় ব্যাংকে প্রবেশ করে প্রাণে বেঁচে যান। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
ঢাকা সিএমএম কোর্টের সিআর মামলা নং ৭৬২/২৪ ধারায় তাকে গ্রেফতার করে থানায় নেওয়া যায়। মামলাটি মিরপুর মডেল থানার এফআইআর নং ২১/২৪। ফলে শেরে বাংলা নগর থানার কর্তৃপক্ষ শোয়েব হাসানকে ওইদিন সন্ধায় মিরপুর মডেল থানায় হস্তান্তর করে। মিরপুর মডেল থানা কর্তৃপক্ষ যাচাই শেষে ২২ অক্টোবর তাকে কোর্টে চালান করে।
পরে সংশ্লিষ্ট ম্যাজিষ্ট্রেট কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আসামী শোয়েব হাসান ঢাকার কেরানীগঞ্জ জেল হাজতে রয়েছেন। শোয়েব হাসানের গ্রেফতারে সমিতিতে বইছে আনন্দের বন্যা। ক্ষমতার প্রভাবে আর কেউ সমিতির টাকা লুট করবেন না এমন প্রত্যাশা সকলের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।