শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

ভারতীয় পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৮:৫০

সংগৃহীত

বাংলাদেশ ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে এখন পর্যটক ভিসা সেবা সীমিত। এর আগে দিল্লি ও আগরতলায় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে শুধু গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকেই ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভিসা নিতে পারবে।

বাংলাদেশ উপদূতাবাস সূত্র জানায়, ভিসা দেওয়া সীমিত হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ধরনের ভিসা সচল রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর হয় এবং ঢাকায় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে ভারত সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছিল।

বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top