‘অপচয় কমাতে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বাস্তবায়ন জরুরি’
Nasir Uddin | প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১৮:০০

বাংলাদেশের ইন্ড্রাস্ট্রি খাতে বিপুল অপচয় হয়, যা সার্বিক গুণমান উন্নয়ন ও কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রোধ করা সম্ভব। এই অপচয় রোধ করা গেলে আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব। এজন্য দেশের সর্বস্তরে গুণমান উন্নয়ন এবং কর্মক্ষমতা বৃদ্ধি করার ওপর জোর দিতে হবে।
শনিবার (২৮ জুন) ২৮তম জাতীয় বার্ষিক কোয়ালিটি কনভেনশনকে (এনএকিউসি) সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আয়োজক প্রতিষ্ঠান বিএসটিকিউএম এর নেতৃবৃন্দ এ সকল কথা বলেন।
প্রতিবছরের ন্যায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বার্ষিক কোয়ালিটি কনভেনশন। আগামী ৫ জুলাই ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে এই ২৮তম জাতীয় বার্ষিক কোয়ালিটি কনভেনশনের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ৫০টির বেশি প্রতিষ্ঠানের পাঁচশ'র বেশি ডেলিগেট এবং ৭০টির বেশি সার্কেল অংশগ্রহণ করবে। অংশগ্রহনকারীরা নিজেদের মানোন্নয়ন, ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ, সৃজনশীল আইডিয়া এবং সফলতাসহ নানা বিষয় তুলে ধরবেন। সার্বিক মানোন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারও দেওয়া হবে।
বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (ANQC) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের কনভেনশনের স্লোগান 'কোয়ালিটি ফার্স্ট : এমপাওয়ারিং লোকাল ইন্ডাস্ট্রি ফর গ্লোবাল এক্সিলেন্স'।
দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিয়ম সভায় টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা এবং বিএসটিকিউএমের কার্যক্রম ও সম্ভাবনাসহ নানা বিষয় তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী এ এম এম খাইরুল বাশার, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএসটিকিউএমের উপদেষ্টা প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। সভাপতি এ কে এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম এম কবির এবং এনএকিউসি'র আহবায়ক প্রকৌশলী মো. ওয়ালিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসটিকিউএমের সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. শামসুল আলম।
১৯৯৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) বাংলাদেশে গুণগত মানোন্নয়ন ও কর্মক্ষমতা বৃদ্ধিতে নীরবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের প্রতিটি সেক্টরে নানা কর্মসূচী বাস্তবায়ন করে থাকে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।