পাঁচ ইসলামী ব্যাংক একীভূত, আসছে ইউনাইটেড ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

বাংলাদেশে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের প্রাথমিক মূলধন ২০,২০০ কোটি টাকা সরবরাহ করা হবে।
নতুন ব্যাংকের মোট মূলধন হবে ৩৫,২০০ কোটি টাকা, যা এটিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করবে। সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।
একীভূত হতে যেসব ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। সম্পদ ও দায়গুলো এই নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ব্যাংক মুনাফা করলে শেয়ার বেসরকারি খাতে বিক্রি করা হবে। বড় আমানতকারীদেরও শেয়ার প্রস্তাব, আর ছোট আমানতকারীরা চাইলে টাকা তুলে নিতে পারবেন।
ওয়ার্কিং কমিটির নেতৃত্বে থাকবেন ডেপুটি গভর্নর কবির আহম্মেদ, যাতে সরকারের নির্ধারিত সময়ে একীভূতকরণ সম্পন্ন করা যায়। একীভূত ব্যাংকের মাধ্যমে সমস্যায় থাকা ব্যাংকগুলোর স্থিতিশীলতা ফিরে আসবে এবং আমানতকারীদের আস্থা পুনঃস্থাপন হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।