বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

২৪ ঘণ্টায় ফের রেকর্ড: দেশে স্বর্ণ-রুপার দাম বাড়াল বাজুস

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫১

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২১ জানুয়ারি) থেকে মূল্যবান এই ধাতু বিক্রি হবে রেকর্ড দামে।

সবশেষ সমন্বয়ে ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

কেন দাম বাড়ানো হলো

গত ২০ জানুয়ারি রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা (সর্বোচ্চ)

২১ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা

নোট: বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

আগের সমন্বয়

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি বাজুস ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ২০ জানুয়ারি থেকে।

চলতি বছরে স্বর্ণের দামের চিত্র

চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার সমন্বয়

৭ বার দাম বেড়েছে, ২ বার কমেছে

২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় (বেড়েছে ৬৪ বার, কমেছে ২৯ বার)

রুপার দামও বাড়লো

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রুপার নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ৬ হাজার ৫৯০ টাকা (সর্বোচ্চ)

২১ ক্যারেট: ৬ হাজার ২৯৯ টাকা

১৮ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা

সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা

রুপার দামের সারসংক্ষেপ

চলতি বছরে ৬ বার সমন্বয়

৪ বার দাম বেড়েছে, ২ বার কমেছে

২০২৫ সালে ১৩ বার সমন্বয় (বেড়েছে ১০ বার, কমেছে ৩ বার)



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top