শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

এবার দাম বাড়ল কাঁচা মরিচের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৩

হিলি থেকে:

কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দাম কমতে থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম বেড়েছে। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বন্দরে আমদানি করা প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও  তা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক মোস্তফা বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেশ ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক এবং দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যায়। এ কারণে ভারতের বাজারেই পণ্যটির সরবরাহ কমেছে এবং দামও বেড়েছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top