টানা দুই দফায় স্বর্ণের দাম কমাল বাজুস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:০৪
দেশের বাজারে টানা দুই দফায় মোট ৯ হাজার ৪২৫ টাকা স্বর্ণের দাম কমানো হলো। সবশেষ রোববার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমানো হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম
- ২২ ক্যারেট : ২,০৭,৯৫৭ টাকা
- ২১ ক্যারেট : ১,৯৮,৪৯৮ টাকা
- ১৮ ক্যারেট : ১,৭০,১৪৩ টাকা
- সনাতন পদ্ধতি : ১,৪১,৪৯৬ টাকা
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
সবশেষ ২২ অক্টোবর ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, যা কার্যকর ছিল ২৩ অক্টোবর থেকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।