এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৬:১৮
ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দামে নতুন করে সমন্বয় ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নভেম্বর মাসে ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “আগের দাম ছিল ১,২৪১ টাকা। এতে ২৬ টাকা কমানো হয়েছে।” এর আগে গত ৭ অক্টোবরও ১২ কেজি এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ৫৫.৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের থেকে ১ টাকা ১৯ পয়সা কম। গত ৭ অক্টোবর অটোগ্যাসের দাম ১.৩৮ টাকা কমানো হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দাম অনুযায়ী এবং অনুপাত ৩৫:৬৫ বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৭৫ মার্কিন ডলার, বিউটেনের ৪৬০ মার্কিন ডলার।
উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ৪ দফা কমানো এবং ৭ দফা বাড়ানো হয়েছিল। এই মাসের এই সমন্বয় সেই ধারাবাহিকতার অংশ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।