সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

মার্কিন অর্থনীতির দুর্বলতায় স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৪:৪১

ছবি: সংগৃহীত

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম। সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম বেড়ে ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে।
একইসঙ্গে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচার বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২ দশমিক ৪০ ডলার।

বিশ্লেষকদের মতে, আসন্ন ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানো এবং দুর্বল অর্থনৈতিক সূচক—এই দুই কারণেই স্বর্ণের দাম বাড়ছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন,

“বাজারে এখন স্বর্ণের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড এখনো হার কমাতে পারে, যদিও ব্যাংক তা কম গুরুত্ব দিচ্ছে।”

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে চাকরি হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। ব্যবসাগুলো ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের ফলে কর্মী ছাঁটাই বাড়িয়েছে।

এদিকে, ভোক্তা আস্থা সূচকও তিন বছর সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দীর্ঘ ৪০ দিনের সরকারি অচলাবস্থা (শাটডাউন) অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুল জানাচ্ছে, বিনিয়োগকারীরা এখন ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এতে মুনাফাবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের স্বর্ণ মজুত বেড়ে শুক্রবার দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ০৬ মেট্রিক টন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি।

এ ছাড়া,

  • স্পট সিলভার বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ → আউন্সপ্রতি ৪৯ দশমিক ১৮ ডলার,

  • প্লাটিনাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ → আউন্সপ্রতি ১ হাজার ৫৬৫ দশমিক ৩৬ ডলার,

  • প্যালাডিয়াম বেড়েছে দশমিক ৭ শতাংশ → আউন্সপ্রতি ১ হাজার ৩৮৯ দশমিক ৯৪ ডলার।

সূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top