শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম: রাজধানীর বাজারে ৩০–৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৯
রাজধানীর বাজারগুলোতে শীতের শুরুতেই ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা আসায় সবজির দাম কিছুটা কমেছিল। কিন্তু সরবরাহ আরও বাড়লেও দাম কমার পরিবর্তে বেড়েছে অন্তত ৩০ টাকা; কিছু সবজিতে ৫০ টাকা পর্যন্তও বৃদ্ধি দেখা গেছে। একই সময়ে আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে; স্থিতিশীল রয়েছে চালের বাজার।
গতকাল শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম সপ্তাহখানেক আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
-
ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, পটোল, ঝিঙা, ধুন্দল: ৭০–৮০ টাকা/কেজি (আগে ৫০–৬০ টাকা)
-
ফুলকপি, বাঁধাকপি: ৪০–৫০ টাকা/টি (আগে ৩০ টাকা)
-
বরবটি: ১০০ টাকা/কেজি (১০ টাকা বৃদ্ধি)
-
শিম: ১৪০ টাকা/কেজি (আগে ৭০–৮০ টাকা)
-
লম্বা বেগুন: ৮০ টাকা/কেজি (আগে ৫০ টাকা)
-
সবুজ গোল বেগুন: ১২০ টাকা/কেজি, ৪০ টাকা বৃদ্ধি
-
তাল বেগুন: অপরিবর্তিত ১৪০ টাকা/কেজি
-
উচ্ছে: ১১০ টাকা/কেজি, ৪০ টাকা বৃদ্ধি
-
কচুর লতি: ৭০ টাকা/কেজি (১০ টাকা বৃদ্ধি)
-
শসা: ১২০ টাকা/কেজি, ৫০–৬০ টাকা বৃদ্ধি
-
মুলা: ৫০ টাকা/কেজি (১০ টাকা বৃদ্ধি)
ক্রেতারা বলছেন, শীতের সবজি বাজারে আসলে সাধারণত দাম কমে। কিন্তু এবার উল্টো চিত্র।
এক ক্রেতা আনিসুর রহমান বলেন,
“শীতের সবজির দাম কমার কথা; কিন্তু বরং বেড়ে গেল। সবকিছুর দাম বেশি।”
-
পাকা টমেটো: ১২০ টাকা/কেজি (১০ টাকা বৃদ্ধি)
-
গাজর: ১৫০ টাকা/কেজি (২০ টাকা বৃদ্ধি)
শুধু পেঁপে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে ৩০ টাকা/কেজি দরে।
বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় উৎপাদন কমেছে, ফলে সরবরাহে প্রভাব পড়েছে।
-
আলু: ২৫ টাকা/কেজি (৫ টাকা বৃদ্ধি)
-
পেঁয়াজ:
-
কারওয়ান বাজারে: ১১৫ টাকা/কেজি
-
পাড়া-মহল্লায়: ১২০ টাকা/কেজি
-
বিক্রেতা নাজমুল হাসান জানান, নতুন আলু উঠলে পুরোনো আলুর দাম আরও বাড়তে পারে।
-
চায়না রসুন: ১৬০ টাকা/কেজি
-
দেশি রসুন: ৮০–১০০ টাকা/কেজি
-
থাই আদা: ২০০ টাকা/কেজি
-
চায়না আদা: ১৮০ টাকা/কেজি
-
লাল ডিম: ১২৫ টাকা/ডজন (৫ টাকা কমেছে)
-
ব্রয়লার মুরগি: ১৭০ টাকা/কেজি
-
সোনালি: ২৭০–২৮০ টাকা/কেজি
বাজারে চালের দাম উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে।
-
পাইজাম/আটাশ: ৫৮–৬০ টাকা/কেজি
-
মিনিকেট: ৭৬–৮০ টাকা/কেজি
-
খুচরা বাজারে: অন্তত ৫ টাকা বেশি দরে বিক্রি।
-
গরুর মাংস: ৭৫০ টাকা/কেজি
-
খাসির মাংস: ১,২০০ টাকা/কেজি
-
ছাগলের মাংস: ১,১০০ টাকা/কেজি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।