নওগাঁর আগাম আলু চাষে কৃষকেরা বিপর্যয়ের মুখে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৩
গত বছরের লোকসান পুষিয়ে নিতে নওগাঁর কৃষকরা আগাম আলু চাষ শুরু করেছেন। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জেলার বিভিন্ন উপজেলায় কয়েকদিনের বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে আলু ছাড়াও রোপা আমন ধান ও আগাম শীতকালীন শাক-সবজির ক্ষতি হতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় আমন ধান চাষ হয়েছে ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে, আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে ১,৮৪৫ হেক্টর, এবং আলু চাষের লক্ষ্য ২১ হাজার হেক্টর।
সরেজমিনে দেখা গেছে, আলু আবাদের জন্য কোথাও জমি প্রস্তুত করা হয়েছে, কোথাও সদ্য বীজ রোপণ করা হয়েছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। কৃষকরা ফসল বাঁচাতে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন।
আত্রাই উপজেলার কালিকাপুর ডাঙ্গাপাড়া এলাকার কৃষক জয়নাল বলেন, “গত বছর আলু চাষ করে লোকসান হয়েছিল। আগাম আলু চাষে ভালো দাম পাওয়ার আশায় বীজ রোপণ করেছি। কিন্তু এখন জমিতে পানি জমে গাছ ঠিক মতো উঠতে নাও পারে।”
মান্দা উপজেলার ভারশো এলাকার কৃষক আশরাফ হোসেন বলেন, “আগাম আলু চাষে ঝুঁকি থাকে। কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে বীজ পচে যাওয়ার আশঙ্কা আছে।”
কীর্ত্তিপুর এলাকার সবজি চাষি ইন্দ্রি মিয়া জানান, “গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফুলকপি ও অন্যান্য শাক-সবজির গোড়ায় পচন দেখা দিয়েছে। খরচের টাকাও তুলতে পারব কি না তা নিয়ে চিন্তায় আছি।”
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল বলেন, “ভারী বর্ষণ হয়নি। যেসব জমিতে আলু রোপণ হয়েছে ৮-১০ দিন হয়ে গেছে, সেগুলোতে ক্ষতি হবে না। ধানের জন্য বৃষ্টি কিছুটা আর্শীবাদ। খেত থেকে পানি সরে গেলে কোনো সমস্যা হবে না।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।