রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রথমবারের মতো সরকারের মোট ঋণ ২১ ট্রিলিয়ন টাকা ছাড়াল

বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের মোট ঋণ প্রথমবারের মতো ২১ ট্রিলিয়ন বা ২১ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। অর্থ বিভাগের সদ্য প্রকাশিত ‘ঋণ বুলেটিন’ অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১.৪৪ ট্রিলিয়ন টাকা, যা এক বছর আগের ১৮.৮৯ ট্রিলিয়ন টাকার তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।

বুলেটিনে জানানো হয়, মোট ঋণের মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ এখন ৯.৪৯ ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের ৪৪.২৭ শতাংশ। গত পাঁচ বছরে বৈদেশিক ঋণ ধারাবাহিকভাবে বেড়েছে ২০২১ সালে যেখানে বৈদেশিক ঋণ ছিল ৪.২০ ট্রিলিয়ন টাকা, এখন তা দ্বিগুণেরও বেশি।

অভ্যন্তরীণ ঋণের পরিমাণও বেড়ে দাঁড়িয়েছে ১১.৯৫ ট্রিলিয়ন টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। ২০২১ সালে অভ্যন্তরীণ ঋণ ছিল ৭.২২ ট্রিলিয়ন টাকা।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ঋণ বৃদ্ধির পেছনে প্রধান কারণ

  • কোভিড-পরবর্তী সময় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া বাজেট সহায়তা

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

  • ঢাকা মেট্রো রেল

  • মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
    ইত্যাদি বড় প্রকল্পে ব্যয় বৃদ্ধি।

সরকারের ঋণ বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। তিনি মনে করেন, রাজস্ব সংগ্রহে ধীরগতির কারণে বাজেটে উদ্বৃত্ত তৈরি হচ্ছে না, ফলে উন্নয়ন ব্যয় মেটাতে সরকারকে ক্রমাগত অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top