বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ই-কমার্সে দেশি উদ্যোক্তাদের বড় সুযোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৯
বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশিকা জারি করেছে, যার আওতায় দেশের উদ্যোক্তারা এখন বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার (B2B2C) মডেলে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি পণ্য রপ্তানি করতে পারবেন। এর ফলে অ্যামাজন, আলিবাবা, ফ্লিপকার্টসহ জনপ্রিয় বৈশ্বিক ই–কমার্স মার্কেটপ্লেসে যুক্ত হওয়ার সুযোগ খুলে গেল দেশি রপ্তানিকারকদের জন্য।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কনসাইনি বা মধ্যস্থতাকারীরা চূড়ান্ত ক্রেতা না হলেও তারা পণ্য প্রেরণ ও লেনদেনকে সহজ করবে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে বা আন্তর্জাতিক ওয়্যারহাউসে নিবন্ধনের প্রমাণ এডি (অনুমোদিত ডিলার) ব্যাংকে জমা দিতে হবে।
যেহেতু B2B2C কাঠামোতে সরাসরি বিক্রয় চুক্তি থাকে না, তাই রপ্তানিকারকরা প্রফর্মা ইনভয়েসের মাধ্যমে তাদের পণ্যের ন্যায্যমূল্য ঘোষণা করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে—
-
রপ্তানি আয় গ্রহণে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস ব্যবহার করা যাবে।
-
একাধিক চালানের অর্থ একসঙ্গে এলে এডি ব্যাংক ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট (FIFO) নীতিতে আয়ের সমন্বয় করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ আন্তর্জাতিক ই–কমার্সে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন, যা বহুমুখী রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।