বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৬
বিশ্ববাজারে স্বর্ণের দাম সোমবার বেড়েছে। ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার প্রভাবে এক শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
স্থানীয় সময় দুপুর ১:৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১১১.৮৬ ডলার এ পৌঁছেছে। ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ৪,০৯৪.২ ডলার প্রতি আউন্সে স্থির হয়েছে।
টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, “বাজারে ক্রমবর্ধমান বিশ্বাস দেখা যাচ্ছে যে, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমাতে পারে।”
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সুদের হার ‘নিকট ভবিষ্যতে’ কমানো যেতে পারে, যা কর্মসংস্থানের বাজারকে সুরক্ষা দেবে।
সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা ৭৯ শতাংশ।
বিশ্লেষক রোনা অকনেল বলেন, ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং ভূ-রাজনৈতিক পরিবেশের পরিবর্তন স্বর্ণের দাম বাড়াতে সাহায্য করতে পারে, তবে দাম ৪,০০০–৪,১০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।
এদিকে, স্পট রুপার দাম প্রতি আউন্স ১.৭ শতাংশ বেড়ে ৫০.৮৪ ডলার এবং প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে ১,৫৪৫.৯১ ডলার পৌঁছেছে।
সুত্র: রয়টার্স
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।