ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বৃদ্ধি

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১

ছবি: সংগৃহীত

দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর–২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী আজ রোববার এ দাম সমন্বয় করা হয়। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২ টাকা করে বৃদ্ধি পাবে।

নতুন মূল্য তালিকা
ডিজেল: ১০২ টাকা → ১০৪ টাকা
অকটেন: ১২২ টাকা → ১২৪ টাকা
পেট্রল: ১১৮ টাকা → ১২০ টাকা
কেরোসিন: ১১৪ টাকা → ১১৬ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামার প্রভাব দেশের বাজারে দ্রুত ও স্বচ্ছভাবে প্রতিফলিত করতেই এই স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় কার্যক্রম চালু রয়েছে।

নতুন মূল্য কার্যকর হওয়ায় পরিবহন, শিল্পখাত এবং সাধারণ ভোক্তাদের ব্যয় কাঠামোয় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top