দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম, ভরিতে বাড়তি ২,৪০৩ টাকা

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবৃদ্ধির তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম রবিবার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। **আজ মঙ্গলবার (১ ডিসেম্বর)**ও একই দামে সোনা বিক্রি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদা–সরবরাহের ওপর ভিত্তি করেই হঠাৎ করে দামের এ সমন্বয় করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top