ডিসেম্বর মাসের এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা আগামী মঙ্গলবার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:০০
ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বরে সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।
এর আগে, ২ নভেম্বর এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। সেই সময় অটোগ্যাসের দামও প্রতি লিটার ১ টাকা ১৯ পয়সা কমানো হয়েছিল, যার পরিমাণ মূসকসহ ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারিত হয়েছিল।
নতুন দাম ঘোষণা হলে সাধারণ ভোক্তা ও ব্যবহারকারীরা আগামী মাসের এলপিজি ও অটোগ্যাসের খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।