বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ব্যবসায়ীদের হঠাৎ লিটারপ্রতি ৯ টাকা ভোজ্যতেল বৃদ্ধি, সরকারের অনুমোদন নেই: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১০

ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের বাজারে হঠাৎ লিটারপ্রতি ৯ টাকা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। তবে এই সিদ্ধান্তের জন্য সরকারের কোনো অনুমোদন নেই এবং এর কোনো আইনগত ভিত্তিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি এবং সরকারের অনুমতিও নেননি। তারা সব কোম্পানি একত্রিত হয়ে একসাথে দাম বাড়িয়েছে এটি সম্পূর্ণ বেআইনি।”

তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই আলোচনা চলছে।
“তাদের এ সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই। আমরা কর্মপন্থা নির্ধারণ করছি এবং আইন লঙ্ঘন হলে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।”

গতকাল ক্রয় কমিটির মাধ্যমে ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার প্রশ্ন “যদি আমরা দরপত্রের মাধ্যমে কম দামে তেল কিনতে পারি, তাহলে বাজারে অতিরিক্ত দাম কেন? এর যৌক্তিকতা নেই।”

ব্যবসায়ীদের স্বেচ্ছাচারী আচরণের বিষয়ে তিনি আরও বলেন এর আগেও তারা দাম বাড়াতে চেয়েছিল, কিন্তু আমরা একমত না হওয়ায় পারেনি। এবার অনুমতি ছাড়াই দাম বাড়ানো হয়েছে এটি উদ্বেগজনক।”

উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের এই আচরণ বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সরকার দ্রুত বাজার পর্যবেক্ষণ, দর নিয়ন্ত্রণ এবং আইনগত পদক্ষেপের মাধ্যমে স্বাভাবিক মূল্য পুনঃপ্রতিষ্ঠা করবে বলে আশ্বাস দেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top