বাংলাদেশে আসছে পেপাল?
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১১
আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে ব্যবসা শুরু করতে যাচ্ছে। এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ঢাকায় এক অনুষ্ঠানে।
গভর্নরের ভাষ্য অনুযায়ী, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পণ্য ক্রয়-বিক্রয় এবং অর্থ গ্রহণের সুবিধার্থে পেপাল দ্রুত কাজ শুরু করবে। তিনি আরও বলেন, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতে কাজ করা অনেকেই বর্তমানে উপযুক্ত মাধ্যমের অভাবে টাকা পেতে সমস্যায় পড়েন এবং অনেক সময় পেমেন্টও পুরোপুরি পান না।
পেপাল বর্তমানে ২০০টিরও বেশি দেশে ব্যবহার করা হয় এবং এটি ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা ও আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য অন্যতম জনপ্রিয় মাধ্যম। বাংলাদেশে এর আগমনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।