শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

বাজারে অস্থির পেঁয়াজ, কৃত্রিম সংকটের অভিযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাঠে নতুন পেঁয়াজ আসা শুরু হলেও বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। চলতি মাসের শুরুতে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল মাত্র ৭০-১১০ টাকা।

তবে দেশের বাজারে সরবরাহ কম নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দীন জানান, দেশে এক লাখ টনেরও বেশি পুরোনো পেঁয়াজ মজুত আছে। সরবরাহ কমানোর মাধ্যমে সিন্ডিকেটরা কৃত্রিম সংকট তৈরি করছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সব পেঁয়াজ বিক্রি করে ফেলায় নতুন পেঁয়াজ এখন তাদের কাছে নেই। অসাধু মজুতদাররা এই সুযোগে সিন্ডিকেট গঠন করে দাম বৃদ্ধি করছে। একই সঙ্গে সরকারের উপর চাপ দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা করছে, যদিও আমদানির প্রয়োজন নেই।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, আড়তদার, কমিশন এজেন্ট ও দাদন ব্যবসায়ীরা মজুত করে বাজারে সরবরাহ দিচ্ছে না, যার কারণে দাম বেড়েছে।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) জানিয়েছে, কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার অস্থির করা হচ্ছে। কমিশন কিছু পরিমাণ আমদানির সুপারিশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৯০ টাকার বেশি হওয়া উচিত নয়। কিন্তু বর্তমানে তা ১১৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পার্শ্ববর্তী দেশে একই পেঁয়াজের দাম ৩০ টাকার মধ্যে।

রাজধানীর কাওরান বাজারে শুক্রবার প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা, রামপুরা কাঁচাবাজারে সর্বোচ্চ ১৬০ টাকা এবং নয়াবাজারে ১৪০ টাকা দরে।

ভোক্তারা জানান, বাজারে পেঁয়াজ থাকা সত্ত্বেও এক লাফে দাম বৃদ্ধি পেয়ে তাদের ক্রয়ক্ষমতা কমছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top