বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি, ১৫০ টাকা কেজি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪
মৌসুমের শুরুতেই ঢাকার বাজারে পেঁয়াজের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাত্র দুই-তিন দিনের মধ্যে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০–৩০ টাকা বেড়েছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরবরাহ সংকটের কারণে পুরোনো পেঁয়াজের দাম বেশি। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে, তবে খুব অল্প পরিমাণে। পাতাসহ পেঁয়াজও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০–৮০ টাকায়।
এদিকে ভোজ্যতেলের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বৃদ্ধি করেছেন। ৫ লিটারের বোতলের দাম বাড়ানো হয়েছে ৪৩ টাকা, এবং ২ লিটারের বোতলের দাম বাড়ানো হয়েছে ১৮ টাকা। এই পরিস্থিতি ক্রেতাদের জন্য বাজারে অতিরিক্ত চাপ তৈরি করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।