বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম নতুন উচ্চতায়
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬
মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের আগে ব্যবসায়ীদের আশাবাদী মনোভাবের প্রভাবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে সরবরাহ সীমিত থাকার কারণে রুপার দামও নতুন রেকর্ড স্পর্শ করেছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬% বেড়ে প্রতি আউন্সে ৪,২১১.৭৭ ডলার হয়েছে। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ০.৪% বেড়ে প্রতি আউন্সে ৪,২৩৬.২ ডলারতে পৌঁছেছে।
মার্কিন ফেডের দুই দিনের বৈঠক বুধবার (১০ ডিসেম্বর) শেষ হবে এবং ব্যবসায়ীরা ২৫ বেসিস-পয়েন্ট হ্রাসের ৮৭.৪% সম্ভাবনা দেখছেন। আরজেও ফিউচারের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, “স্বর্ণের দাম মূলত রুপার দাম বৃদ্ধির এবং সুদের হারে সম্ভাব্য হ্রাসের কারণে বাড়ছে।”
মার্কিন শ্রম বিভাগের চাকরির সুযোগ ও শ্রম টার্নওভার জরিপ (জেওএলটিএস) অনুযায়ী, গত অক্টোবর মাসে চাকরির সুযোগ বেড়ে ৭.৬৭ মিলিয়নে পৌঁছেছে, যা পূর্বাভাসের চেয়ে বেশি। হ্যাবারকর্ন জানান, “চাকরির প্রতিবেদনের প্রভাব স্বর্ণের দামে পড়েনি। ২০২৬ সালের প্রথমার্ধে রুপার দাম ৭০ ডলারের উপরে এবং স্বর্ণ ৫,০০০ ডলারের দিকে যেতে পারে।”
এদিকে, স্পট সিলভারের দাম ৪.৩% বেড়ে প্রতি আউন্সে ৬০.৭৪ ডলারে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ। সিটি ইনডেক্স ও ফোরেক্স ডট কমের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা জানান, “আগামী বছরগুলিতে রুপার চাহিদা বাড়বে বলে ক্রয়ের গতি শক্তিশালী।”
সিলভার ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাত ২০৩০ সাল পর্যন্ত রুপার চাহিদা বাড়াবে।
বিশ্বব্যাপী সরবরাহ কম, মজুতের পরিমাণ হ্রাস, ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং মার্কিন গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় সম্প্রতি যুক্ত হওয়াই রুপার দাম বাড়ার প্রধান কারণ। স্প্রট অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার মারিয়া স্মিরনোভা বলেন, “ধাতু স্বভাবতই অস্থির, কিন্তু সরবরাহ না বাড়ালে দাম কেবল বাড়বে।”
অন্যদিকে, প্লাটিনামের দাম ২.৮% বেড়ে ১,৬৮৮.৩৯ ডলার প্রতি আউন্সে, আর প্যালাডিয়ামের দাম ২.৬% বেড়ে ১,৫০৩.৭৪ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।