চলতি বছরে স্বর্ণের বাজারে অস্থিরতা, রেকর্ড সমন্বয় ৮৩ বার
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০
চলতি বছরের শুরু থেকেই দেশের স্বর্ণের বাজার টালমাটাল। কখনও দাম বাড়ছে, কখনও কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ বছর স্বর্ণের দাম ৮৩ বার সমন্বয় করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৫৬ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার দাম হ্রাস হয়েছে।
শুরুটা হয়েছিল জানুয়ারিতে। ১৫ জানুয়ারি ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায়। এরপর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বারবার দাম বৃদ্ধি ও হ্রাসের রেকর্ড তৈরি হয়েছে।বাজুস জানাচ্ছে, বিশ্ববাজারে স্বর্ণের অস্থিরতার পেছনে ভূমিকা রেখেছে ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার, স্বর্ণের রিজার্ভে পরিবর্তন, সরবরাহে সীমাবদ্ধতা এবং শুল্কনীতি।
বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণ দীর্ঘদিন ধরে ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে পরিচিত হলেও এখন অনেকেই এটিকে ‘স্মার্ট ইনভেস্টমেন্ট’ হিসেবেও দেখছেন। ২০২৬ সালে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে, যেখানে গড় দাম হবে ৪ হাজার ৪০০ ডলার।
বর্তমান দাম (২ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী): ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।